ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

gazi anwar | প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯ ২১:৫৯

gazi anwar
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯ ২১:৫৯

ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা  মো. আবু নাছের টিপু জানিয়েছেন,  ‘বুধবার ( ১৭ জুলাই)  রাত সাড়ে ১০ টার পর ওবায়দুল কাদের দেশে পৌঁছেছেন।’

ফলোআপ চিকিৎসার জন্য গত ১৪ জুলাই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার ( ১৬ জুলাই)  সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা করে জানিয়েছেন, “অপারেশন পরবর্তী স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হয়েছে এবং তার স্বাস্থ্য বর্তমানে স্থিতিশীল রয়েছে।” 

ডা. ফিলিপ কোহ’এর বরাত দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন) ডা. আবু নছর রিজভী হাসপাতাল লবীতে এ তথ্য  জানিয়েছিলেন।

ডা. রিজভী জানান,  “ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে। এতে ওবায়দুল কাদেরের চিকিৎসক সন্তোষ প্রকাশ করেন।’ 



আপনার মূল্যবান মতামত দিন: