
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলা নববর্ষ-১৪২৪ উপলক্ষে শনিবার রাতে এক সংবর্ধনার আয়োজন করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ, তাঁর পত্নী রাশিদা খানম ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীগণও এ অনুষ্ঠানে অংশ নেন।
রাষ্ট্রপতি বঙ্গভনের দরবার হলে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অতীতের সকল বাধা-বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে বলেও রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করেন।
প্রেস সচিব আরো জানান, অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীগণ সঙ্গীত পরিবেশন করেন।
আপনার মূল্যবান মতামত দিন: