ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ডাঃ এম এ মাজেদের  ঈদ শুভেচ্ছা

odhikar patra | প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯ ০৫:০২

odhikar patra
প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯ ০৫:০২

 
 
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট হোমিও গবেষক ও জাতীয় মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা,চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসক সোসাইটির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক,হোমিও বিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের  কো-চেয়ারম্যান,ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।
ডাঃ মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  
 বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগ ও কোরবানীর শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্যই হযরত ইব্রাহিম (আঃ) তাঁর প্রিয় পুত্র ইসমাঈল (আঃ)কে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন। তিনি আল্লাহর কাছে ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি মানবজাতির জন্য ত্যাগ ও কোরবানীর উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। সেই ত্যাগের বার্তা নিয়ে ফিরে এসেছে কোরবানীর ঈদ।
জীবনে এই ত্যাগের শিক্ষাকে প্রতিফলনের মাধ্যমে আমাদের পথ চলতে হবে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। ঈদে ধনী-গরিব নির্বিশেষে সকল নাগরিকদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। পবিত্র এ দিনে আমি মহান আল্লাহর কাছে দেশবাসীর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি দেশবাসীকে জানাই ঈদ মোবারক। সেই সাথে নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই করে দেশকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখুন।


আপনার মূল্যবান মতামত দিন: