ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে ব্যংক এশিয়া মা আমিরন হাসপাতালের সেবা প্রদান শুরু

odhikar patra | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩৮

odhikar patra
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩৮

গত ৭/৯/১৯ইং সুপ্রতিষ্ঠিত ও স্বনামধন্য ব্যবসায়ী RANGS GROUP OF COMPANY’ র কর্নধার জনাব এ রউফ চৌধুরী র মায়ের নামে শুধুমাত্র জনসেবার ব্রত নিয়ে মালখানগরে “ ব্যাংক এশিয়া-মা আমিরান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার” নামে যে হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে সেটির “ চিকিৎসা সেবার” শুভ উদ্ভোদন করেছেন সিরাজদিথান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি জনাব মহিউদ্দিন আহমদ। বর্তমানে ২৮বিঘা জমির (সম্প্রসারণযোগ্য) উপর প্রতিষ্ঠিত হাসপাতাল টি ভবিষ্যতে “মেডিকেল কলেজে” উন্নীত হওয়ার পরিকল্পনা বিষয়ে জানায় মেডিকেল এর "উদ্বোধক ও প্রধান অতিথি" জনাব মহিউদ্দিন আহমেদ । বিশেষ অতিথির বক্তব্যে সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও লতব্দি ইউনিয়নের চেয়ারম্যান জনাব এস এম সোহরাব হোসেন এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন “ চিকিৎসা সেবায় এই হাসপাতাল টি মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরে মাইলফলক হিসেবে গন্য । উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব সামসুল হক ,এ এস এম সাহা দাত হোসেন, পিন্টু, শ্রি সুবীর চক্রবর্তী, আনিস ও মাসুদ সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তি হাসপাতালের কর্মকর্তা, ডাক্তার , সেবক-সেবিকা কর্মচারীগন উপস্হিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: