_NEWS_&_PIC-15--09-19-2019-09-15-22-30-11.jpg)
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরের পারভবানীপুরে সাইকেল সড়াতে দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে শারমিন
আক্তার রিমা নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে এ ঘটনা
ঘটে।
জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর আমতলা বাজার গ্রামের
আ: সামাদের বাড়ীর উপর দিয়ে পল্লী বিদ্যুতের তার নেওয়া হয়েছে। টিনের বাড়ী হওয়ায়
আব্দুস সামাদ পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষকে বার বার বিদ্যুত লাইনের তার সরিয়ে নেওয়ার
জন্য অভিযোগ করলেও বিদ্যুত লাইনের তার সড়ানো হয়নি। গত শনিবার বিকেলে সকলের
অজান্তে তারটি টিনের সঙ্গে লেগে সমস্ত বাড়ী বিদ্যুত হয়ে থাকে। টিনের বেড়ার
সঙ্গে লাগানো সাইকেল সড়ানোর সময় বিদ্যুতপৃষ্ঠ হয়ে গুরুত্বর আহত হন শারমিন
আক্তার রিমা (২২)। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর
হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ
কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বগুড়ার শেরপুরে ক্রমেই
বেড়ে চলেছে ডেঙ্গু
রোগীর সংখ্যা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
ভয় আর আতঙ্ককে সঙ্গী করে বগুড়ার শেরপুরে ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডেঙ্গু
পরিস্থিতি। নতুন নতুন এলাকায ডেঙ্গু রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। গত এক
সপ্তাহে আক্রান্ত মোট ১১ জন শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪জন হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছে।
জানাযায়, গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজান
এলাকা পলাশের ছেলে পল্বব (৯), মেয়ে গৌড়ী রানী (১২) পাঁচ দিন ধরে জ্বর ও খানপুর
ইউনিয়রেন পথুয়াবাড়ী এলাকার ওয়েছ আলীর ছেরে সোহাগ (২২) এবং চকখানপুর
এলাকার আব্দুল মজিদের ছেলে রায়হান জ্বর নিয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে আসলে পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু জ্বরের উপাদান মেলে। রায়হান চিকিৎসা না
নিয়ে বাসায় চলে যায়। এবং চন্ডিজান এলাকার থেকে আসা আরো ৭ জন ডেঙ্গু
জ্বরে চিকিৎসা নিয়ে স্স্থ্যু বাসায় চলে যায়।
শেরপুর উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের জানান, দিন
দিন ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। এতে রোগ থেকে মুক্তি পেতে সকলের
সচেতনা হতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: