ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যে ফলের রস চুল পড়া বন্ধ করবে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯ ০৫:০৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯ ০৫:০৯

 

হেয়ার প্যাকে লেবুর রস ব্যবহার করলে চুল যেমন দ্রুত বাড়বে,তেমনি কমে যাবে চুল পড়া। আসুন জেনে নেই যেভাবে চুলে লেবুর রস ব্যবহার করবেন।

১.লেবুর রস চুলের গোড়া ম্যসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু ও কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া কমবে।

২.সমপরিমাণ লেবুর রস ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিন। চুলের গোড়া ২০ মিনিট অপেক্ষা করুন। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৩.২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল ও কয়েক ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি সামান্য গরম করে চুলে লাগান। বেশ কিছুক্ষণ ম্যাসাজ করুন। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

৪. ১ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ মধু ও অলিভ অয়েল মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। ২০ মিনিট চুলে লাগিয়ে রেখে শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।

৫. ১টি ডিম ফেটিয়ে ১ টেবিল চামচ অলিভ অয়েল ও অর্ধেকটি লেবুর রস মিশিয়ে নিন। চুলে লাগিয়ে অপেক্ষা করুন আধা ঘণ্টা। ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন



আপনার মূল্যবান মতামত দিন: