ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চিকিৎসক সেলাই না করেই পালালেন

odhikar patra | প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯ ১৬:৪৬

odhikar patra
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯ ১৬:৪৬

অস্ত্রোপচার শেষে সেলাই না করেই পালিয়েছেন চিকিৎসক পাবনার চাটমোহরে একটি বেসরকারি ক্লিনিকে । সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। শঙ্কটাপন্ন অবস্থায় তাছলিমা খাতুন (৩৫) নামের একজন প্রসূতি, তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী মৃত তাছলিমা খাতুন। ক্লিনিক মালিক আমির হোসেন বাবলু কৌশলে পালিয়ে যায়। আটক কথিত সার্জন সাদ্দাম হোসেন নীরব পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা। আটক আরেকজন তার সহকারী আসাদুজ্জামান। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, তাছলিমা খাতুনের প্রসব বেদনা উঠলে সিজারিয়ান অপারেশনের জন্য স্বজনরা তাকে পৌর শহরের নারিকেলপাড়া মহল্লায় অবস্থতি ‘চাটমোহর ইসলামিক হাসপাতাল’ নামে ওই ক্লিনিকে ভর্তি করে।



আপনার মূল্যবান মতামত দিন: