odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬
আল আমিনের হাত ধরে

এসএ গেমসে বাংলাদেশকে দ্বিতীয় সোনা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ December ২০১৯ ০৩:২০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ December ২০১৯ ০৩:২০

 

আল আমিনের হাত ধরে দ্বিতীয় সোনা পেল বাংলাদেশ

 

এসএ গেমসে বাংলাদেশকে দ্বিতীয় সোনা এনে দিলেন কুমিল্লার মোহাম্মদ আল আমিন ইসলাম। কারাতে ডিসিপ্লিনে পুরুষ বিভাগে ঊর্ধ্ব-৬০ কেজি শ্রেণিতে পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে এ  সাফল্য পান তিনি।

জানা গেছে, আজ মঙ্গলবার আসরের তৃতীয় দিনে কারাতে পুরুষ বিভাগে ৬০ কেজি ওজন শ্রেণির ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনা জিতেন আল আমিন ইসলাম। এর আগে সেমিফাইনালে নেপালের প্রতিযোগীকে ৭-৪ ব্যবধানে হারান তিনি।

এর আগে গতকাল দেশকে প্রথম সোনা এনে দেন রাঙামাটির দিপু চাকমা। তায়কোয়ান্দোতে ছেলেদের এককে পুমসায় ২৯ অথবা এর বেশি ওজনে ভারতের প্রতিযোগীকে হারিয়ে প্রথম সোনার পদক নিশ্চিত করেন রাঙামাটির দিপু চাকমা



আপনার মূল্যবান মতামত দিন: