ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় ফিলিপাইনে ৬ জন নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯ ০৪:১৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯ ০৪:১৮

 

ম্যানিলা, ১৩ ডিসেম্বর, ২০১৯  : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাওয়ে শুক্রবার ভোরে অনেকগুলো গাড়ির মধ্যে সংঘর্ষে ৪ শিশুসহ ৬ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, সুলতান কুদরাত প্রদেশে স্থানীয় সময় আজ ভোর ৪টায় তাকুরং সিটি জাতীয় মহাসড়কে এই গাড়ি দুর্ঘটনা ঘটে।এ সময় দু’টি তিন চাকার সাইকেল,একটি মটর সাইকেল,একটি টয়োটা হাই-লাক্স পিকআপ ট্রাক এবং একটি টয়োটা গাড়ির মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়,ছয়জনই ঘটনাস্থলে মারা যায়,এদের কয়েকজন গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়ে মারা যায়।এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে। টয়োটা কার এবং পিকআপ ট্রাক দ্রুত গতিতে মটর সাইকেল ও তিন চাকার সাইকেলে আঘাত করে।
পুলিশ ঘটনার তদন্ত করছে।



আপনার মূল্যবান মতামত দিন: