odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

সোহান বিপিএলে সবচেয়ে বড় ছক্কার রেকর্ড গড়লেন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ December ২০১৯ ০৬:১৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ December ২০১৯ ০৬:১৫

 

বিপিএলে সবচেয়ে বড় ছক্কার রেকর্ড গড়লেন সোহান

 

দুই দিন বিরতির পর গতকাল মঙ্গলবার থেকে আবারো মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। এদিন চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল সিলেট থান্ডার ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর এই ম্যাচেই ১১০ মিটারের বিশাল ছক্কা হাকালেন চট্টগ্রামের সোহান।

টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম। তবে বড় রানের পার্টনারশিপ গড়তে না পারায় শেষ পর্যন্ত ১২৯ রান সংগ্রহ করে মোসাদ্দেক হোসেনের দল। জবাবে ২ ওভার হাতে রেখে মাত্র ৬ উইকেট হারিয়ে ১৩০ রানের টার্গেটে পৌঁছে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

আর এই ম্যাচেই ১১০ মিটারের বিশাল ছক্কা হাঁকিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় ছক্কার মালিক বনে যান চট্রগ্রামের নুরুল হাসান সোহান। তার আগে ১০৬ মিটারের ছক্কা হাকিয়েছিলেন খুলনার শামসুর রহমান শুভ।  

গতকালের ম্যাচে ২৪ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন সোহান। এর মধ্যে ২ চার ও ৩ ছক্কা হাকান তিনি।  



আপনার মূল্যবান মতামত দিন: