odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

বাংলাদেশের হয়ে খেলাই গর্বের বিষয় আইপিএল নয় : মুশফিক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ December ২০১৯ ০৮:২৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ December ২০১৯ ০৮:২৪

 

চট্টগ্রাম, ২১ ডিসেম্বর, ২০১৯ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের নিলামে নাম উঠলেও, অবিক্রিত থাকতে হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহমানকে। অবিক্রিত থাকেন নিলামে উঠা বাংলাদেশের আরেক খেলোয়াড় মুস্তাফিজুর রহমানও। তবে আইপিএলে দল পাননি বলে মোটেও হতাশ নন মুশফিক। আজ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম ম্যাচে সিলেট থান্ডারের কাছে ৮০ রানে হারে মুশফিকের দল খুলনা টাইগার্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আইপিএল প্রসঙ্গ উঠতেই মুশফিক বলেন, ‘আইপিএল নয়, বাংলাদেশের হয়ে খেলাই গর্বের বিষয়।’
মুশফিক বলেন, ‘সত্যি বলতে আমি প্রথমে নিলামেই যাইনি। আমি জানি যে, তারা নেবেই না। এজন্য শুধু শুধু নাম দিয়ে লাভ নেই। তারপর তারা যখন অনুরোধ করেছে তখন দেখলাম কোনও একটা সুযোগ থাকতে পারে। কিন্তু হয় নাই। এটা আমার হাতে নাই। আমাদের হাতে হচ্ছে যত ধারাবাহিক হতে পারি আমরা বাংলাদেশের ক্রিকেটাররা। আইপিএল হলে হবে, না হলে নাই। এটা আমার কাছে খুব একটা ব্যাপার না। বাংলাদেশের হয়ে খেলার চাইতে গর্ব করার মতো কিছুই হতে পারে না। আইপিএল নিয়ে কখনোই খুব বেশি চিন্তা করিনি। তবে একটা আশা ছিল। কিন্তু লাইফ মুভস অন। এখন বিপিএলে খেলা, তো বিপিএলে আমি নজর দিতে চাই।’
ভবিষ্যতে যদি আবারো আইপিএলের নিলামে নাম উঠার অনুরোধ বা সুযোগ আসে তখন কি করবেন মুশফিক। তিনি বলেন, ‘সেটা ভবিষ্যৎই বলে দিবে।’
আইপিএলের নিলামের সপ্তাহ খানেক আগে গুঞ্জন উঠে, নিলামে নাম রাখতে মুশফিককে অনুরোধ করে কোন এক ফ্র্যাঞ্চাইজি। কোন ফ্র্যাঞ্চাইজি ছিলো, সেটি জানতে চাওয়া হয়েছিলো মুশফিকের কাছে। তিনি বলেন, ‘আমি খুব বেশি কিছু জানি না। আমি আপনাদের মাধ্যমেই জেনেছি যে কারা হয়তো আগ্রহী আমার ব্যাপারে। তো ওভাবেই জানি। এর ভিতরে বা বাইরে আর কিছুই জানি না।



আপনার মূল্যবান মতামত দিন: