ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
নরওয়ের

লেখক আরি বেনের মৃত্যু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯ ০৪:০১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯ ০৪:০১

 

স্টকহোম, ২৬ ডিসেম্বর, ২০১৯  : নরওয়ের লেখক আরি বেন মারা গেছেন। বুধবার ৪৭ বছর বয়সে তিনি মারা যান। তার ম্যানেজার এ কথা জানিয়ে বলেছেন, তিনি আত্মহত্যা করেছেন।
আরি বেন দেশটির প্রিন্সেস মার্থা লুইসের সাবেক স্বামী। তাদের তিন কন্যা সন্তান রয়েছে।
বেনের ম্যানেজার গেইর হাকনসান্ড এক ইমেইল বার্তায় বলেছেন, আরি বেনের ঘনিষ্ঠ সকল আত্মীয়ের পক্ষ থেকে দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি তিনি আজ নিজেই নিজের জীবন শেষ করেছেন।
বেনের ছোট গল্পের সংকলন ‘স্যাড এজ হেল’ প্রথম প্রকাশিত হয় ১৯৯৯ সালে। এছাড়া তিনি কয়েকটি উপন্যাস ও নাটক লিখেছেন।
তার শেষ বই ‘ইনফার্নো’ ২০১৮ সালে প্রকাশিত হয়। এতে তিনি তার মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে লড়াইয়ের বিস্তারিত উল্লেখ করেছেন।
আরি বেন ২০০২ সালে নরওয়ের রাজকুমারী মার্থা লুইসকে বিয়ে করেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
আরি বেনের মৃত্যুতে তার বন্ধুবান্ধবসহ দেশটির প্রধানমন্ত্রী ও রাজপরিবার শোক ও সমবেদনা জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: