ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বন্যায় ৪৩ জনের প্রাণহানি ইন্দোনেশিয়ায়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২০ ০৪:২৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২০ ০৪:২৭

 

জাকার্তা, ৩ জানুয়ারি, ২০২০: ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে ৪৩ জনের প্রাণহানী হয়েছে। জাকার্তার আশেপাশের জেলাগুলো পুরোপুরিভাবে পানিতে ডুবে গেছে, কয়েক হাজার মানুষ ঘর ছাড়া হয়ে পড়েছে। শুক্রবার নিখোঁজদের অনুসন্ধানে ব্যাপক অভিযান চালিয়েছে উদ্ধারকারিরা। খবর এএফপির।
নতুন বছরের প্রাক্কালে শুরু হওয়া রেকর্ড পরিমাণ বৃষ্টিতে রাজধানী তলীয়ে গেলে সেখানে এখনো পর্যন্ত অন্তত ১২ ব্যক্তি নিখোঁজ রয়েছে। ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়ে পড়া ছাড়াও প্রায় ৩০ মিলিয়ন বাসিন্দার এই মহানগরীতে অনেক দালান ক্ষতিগ্রস্থ ও গাড়ি উল্টে পড়ে সেখানে এক ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে প্রায় ৪ লাখ পানিবন্দি মানুষকে অস্থায়ীভাবে আশ্রয় প্রদান করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: