ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নতুন করে অস্ট্রেলীয় শহরগুলোয় আগুণ ছড়িয়ে পড়ার আশঙ্কা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২০ ১১:০৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২০ ১১:০৪

 

ব্যাটসম্যানবে, অস্ট্রেলিয়া, ৪ জানুয়ারি, ২০২০ : অস্ট্রেলিয়ায় আরো ভয়াবহ দাবানল ছড়িয়ে পরার আশঙ্কায় বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি ছেড়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের উপচে পড়া ভীড় থাকা পর্যটন কেন্দ্রগুলো থেকে, বহুসংখ্যক লোক সরে পড়ায় সে সব এলাকা এখন ভূতুরে শহরে পরিনত হয়েছে।
৪০ ডিগ্রী সেলসিয়াসের বেশি তাপমাত্রার পূর্বাভাস এবং প্রবল বাতাসে বহু এলাকায় আগুণ ছড়িয়ে পড়ার সতর্কতা দেয়া হয়েছে। ইতোমধ্যেই দেশটির চারপাশে অনেক জায়গায় আগুণ নিয়ন্ত্রণহীন ভাবে জ্বলছে।
নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিকলিয়ান বলেন, ‘আজ একমাত্র কাজই হবে জীবন বাঁচানো।’
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্যাপক জনপ্রিয় অঞ্চলসমূহে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং চারপাশের তিনটি প্রদেশের এক লাখের বেশি লোককে বাড়ি ছেড়ে যেতে বলা হয়েছে।
সাউথ ওয়েলস রুর‌্যাল ফায়ার সার্ভিস কমিশনার শেন ফিটজসিমনস বলেন,‘আমরা আক্ষরিক অর্থেই বহুসংখ্যক লোককে সরে যেতে দেখেছি।’ সামনে দীর্ঘ ও ভয়াবহ সময়ের আশঙ্কার করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: