ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ত্রিপোলির সামরিক স্কুলে হামলায় ২৮ জন নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২০ ০৯:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২০ ০৯:১২

 

ত্রিপোলি, ৫ জানুয়ারি, ২০২০ : লিবিয়ার রাজধানী ত্রিপোলির এক সামরিক স্কুলে শনিবার বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে এবং বেশ কিছু সংখ্যক আহত হয়েছে।
গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) এর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল হাশেমি বলেন, ত্রিপোলির সামরিক স্কুলে বিমান হামলায় ২৮ জন ক্যাডেট নিহত ও আরো বেশ কিছুসংখ্যক আহত হয়েছে।
এসব ক্যাডেট ডরমেটরিতে যাওয়ার আগে প্যারেড গ্রাউন্ডে এসে জড়ো হয়েছিল।
ত্রিপোলির আবাসিক এলাকা আল হাদবা আল খাদরায় স্কুলটি অবস্থিত।
জিএনএ’র বিরুদ্ধে খলিফা হাফতারের বাহিনীর অভিযান শুরুর পর ত্রিপোলির দক্ষিণাঞ্চলে গত এপ্রিল মাস থেকে হামলা পাল্টা হামলা চলে আসছে।
এদিকে স্কুলে হামলার জন্যে জিএনএ হাফতারের অনুগত বাহিনীকে দায়ী করছে। কিন্তু হাফতার বাহিনী এখনও এ হামলার দায় স্বীকার করেনি।



আপনার মূল্যবান মতামত দিন: