ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

৮০ আমেরিকান নিহত ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় : ইরান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২০ ০৬:৪৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২০ ০৬:৪৮

 

ইরান, ৮ জানুয়ারি, ২০২০ : ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ আমেরিকান নিহত হয়েছে বলে ইরান দাবি করেছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা বলা হয়েছে। তাদের কোন ক্ষেপণাস্ত্রই প্রতিরোধের মুখে পড়েনি বলেও খবরে বলা হয়।
রিভ্যুলিউশনারি গার্ডস-এর সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে আরো বলা হয়েছে, ওয়াশিংটন প্রতিরোধমূলক কোন হামলা চালালে তারা এ অঞ্চলে আরো ১শ’ মার্কিন স্থাপনাকে লক্ষ্য হিসেবে বেছে নেবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইটে আরো দাবি করা হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন হেলিকপ্টার ও সামরিক সরঞ্জামও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত সপ্তাহে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর প্রথম প্রতিশোধমূলক প্রতিক্রিয়ায় তেহরান বুধবার ভোরে ইরাকের মার্কিন ঘাঁটিতে এই হামলা চালায়।



আপনার মূল্যবান মতামত দিন: