odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

যুক্তরাষ্ট্রকে বোয়িং কিংবা ব্ল্যাক বক্স দিতে ইরানের অস্বীকৃতি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ January ২০২০ ০১:০৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ January ২০২০ ০১:০৮

 

তেহরান, ৯ জানুয়ারি, ২০২০ : ইরানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইউক্রেন এয়ারলাইনের বিধ্বস্ত বিমানের উদ্ধার করা দু’টি ব্ল্যাক বক্স বোয়িং কিংবা যুক্তরাষ্ট্র কাউকে হস্তান্তর করবে না। তবে তারা ইউক্রেনকে সহযোগিত করবে। যুক্তরাষ্ট্রের তৈরী বিধ্বস্ত এ বিমানের ১৭৬ আরোহীর সকলেই প্রাণ হারায়। খবর সিনহুয়ার।
বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পরিবেশিত খবরে বলা হয়, বিমানটির ব্ল্যাক বক্স ভয়েস ও ডাটা রেকর্ডার পাওয়া গেছে।
ইউক্রেনের যাত্রীবাহী বিমান বোয়িং ৭৩৭ বুধবার সকালে তেহরান ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা সকল যাত্রী ও ক্রূ সদস্য প্রাণ হারায়।
ইরানের বেসামরিক বিমান পরিবহন সংস্থার প্রধান আলী আবেদজাদেহ’র বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা মেহর জানায়, এটা স্পষ্ট না যে বিশ্লেষণের জন্য কোন দেশের কাছে ইরান ব্ল্যাক বক্স পাঠাবে। তারা আরো জানায়, এ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে যোগ দিতে ইউক্রেনকে স্বাগত জানানো হবে।
ইউক্রেন আন্তর্জাতিক এয়ারলাইন্সের কর্মকর্তারা এ বিমান বিধ্বস্তে ক্রূদের ভূল থাকার কথা অস্বীকার করে বলেছেন, বিমানটি উড্ডয়নের আগে সোমবার মেরামতে নেয়া হয়েছিল।
বিমানটি ২০১৬ সালে তৈরী। প্রস্তুতকারী প্রতিষ্ঠান সরাসরি এ এয়ারলাইনকে বিমানটি সরবরাহ করে। বোয়িং বুধবার জানায়, ইরানে বিমানটি বিধ্বস্তের পর প্রয়োজনীয় সহযোগিতা দিতে তারা প্রস্তুত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: