ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

'বঙ্গবন্ধু’ বিপিএলের ফাইনালে রাজশাহীর বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ খুলনা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০ ০৮:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০ ০৮:১৯

 

ঢাকা, ১৭ জানুয়ারি ২০২০  : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে খুলনা টাইগার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
লিগ পর্বে ১২ ম্যাচ থেকে ৮ জয় ও ৪ হারে সমান ১৬ পয়েন্ট সংগ্রহে ছিলো খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের। রান রেটে এগিয়ে থাকার সুবাদে শীর্ষে ছিলো খুলনা। দ্বিতীয়স্থানে ছিলো রাজশাহী। তাই পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হিসেবে প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হয়েছিলো খুলনা-রাজশাহী। ঐ ম্যাচে রাজশাহীকে ২৭ রানে হারিয়ে দেয় ফাইনালে উঠে খুলনা। ম্যাচ হেরেও ফাইনালে খেলার আশা বেঁচে থাকে রাজশাহীর। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে চলে যায় তারা। সেখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে রাজশাহী।
এর আগে লিগ পর্বে দু’বার মুখোমুখি হয়েছিলো খুলনা-রাজশাহী। প্রথম দেখায় খুলনা ৫ উইকেটে রাজশাহীকে হারায়। দ্বিতীয় দফায় রাজশাহী ৭ উইকেটে হারায় খুলনাকে।
খুলনা টাইগার্স একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, রাইলো রোসু, শামসুর রহমান, নাজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম ও শফিউল ইসলাম।
রাজশাহী রয়্যালস একাদশ : আন্দ্রে রাসেল (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, অলক কাপালি, মোহাম্মদ নাওয়াজ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম, আবু জায়েদ ও মোহাম্মদ ইরফান।



আপনার মূল্যবান মতামত দিন: