ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

করোনাভাইরাস আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি সনাক্ত জাপানে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২০ ১০:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২০ ১০:৫৪

টোকিও, ২৪ জানুয়ারি, ২০২০  : জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার করনাভাইরাসে দ্বিতীয় এক ব্যক্তি আক্রান্তের কথা নিশ্চিত করেছে। আক্রান্ত ব্যক্তি চীনের হুয়ান নগরী থেকে জাপান ফিরেছেন।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আক্রান্তের শিকার ৪০ বছর বয়সি ওই ব্যক্তি হুয়ানের যে বাড়িতে অবস্থান করছিলেন সেখানে এই ভাইরাসের উপসর্গ দেখা দিলে, তিনি ১৯ জানুয়ারি জাপানে ফিরে আসেন।
তিনি জানান, জাপান পৌঁছানোর আগে বেশ কিছুদিন ধরে তার জ্বর ছিল, তবে পৌঁছানোর পর অবস্থা স্থিতিশীল রয়েছে।
মন্ত্রণালয় জানায়, ২২ জানুয়ারি জ্বরের কারণে টোকিও হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছেন।
এই ভাইরাসে চীনের ২০ মিলিয়ন লোক আক্রান্তের ঝুঁকিতে থাকলেও বিশ্বস্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে এই ভাইরাস এখনো ‘বৈশ্বিক জরুরি স্বাস্থ্যাবস্থা’ সৃষ্টি করেনি।



আপনার মূল্যবান মতামত দিন: