ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ দ্বিতীয় টি-২০তেও টস জিতে প্রথমে ব্যাটিংএ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০ ০২:৪৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০ ০২:৪৭

করাচি, ২৫ জানুয়ারি ২০২০  : পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। গতকাল প্রথম ম্যাচেও টস জিতেছিলো টাইগাররা।
প্রথম টি-২০ ম্যাচে ৫ উইকেটে জয় পায় পাকিস্তান। তাই তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।
প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে আজ দ্বিতীয় টি-২০ খেলতে নেমেছে বাংলাদেশ। ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান। এখন পর্যন্ত মাত্র ১টি টি-২০ খেলেছেন তিনি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সিলেটে শ্রীলংকার বিপক্ষে টি-২০ অভিষেক হয়েছিলো ২৫ বছর বয়সী মেহেদির।
প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে পাকিস্তান।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রউফ, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।



আপনার মূল্যবান মতামত দিন: