ওয়াশিংটন, ৬ ফেব্রুয়ারি, ২০২০ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ থেকে রেহাই পেয়েছেন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তিনি অভিশংসিত হন। কিন্তু সিনেটে সব অভিযোগ থেকে রেহাই পাওয়ায় তাকে আর পদ হারাতে হচ্ছে না।
ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর দুটি অভিযোগ আনা হয়েছিল। এই দুই অভিযোগে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ অভিশংসনের প্রস্তাব দেড় মাস আগে সিনেটে পাঠিয়েছিল।
রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে বিচারের শুনানি শেষে বুধবার ভোটাভুটি হয়। প্রথম অভিযোগ ৫২-৪৮ ভোটে এবং দ্বিতীয় অভিযোগ ৫৩-৪৭ ভোটে নাকচ হয়ে যায়।
এর ফলে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্পকে আর তার পদ হারাতে হচ্ছে না।
ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি অভিযোগ হল- ১. প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেছিলেন।
২. অভিশংসন তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করে প্রেসিডেন্ট কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।
এর যে কোন একটি অভিযোগে দুই তৃতীয়াংশ ভোটে ট্রাম্প দোষী সাব্যস্ত হলে তাকে প্রেসিডেন্ট পদ হারাতে হতো।
যুক্তরাষ্ট্রে ট্রাম্প তৃতীয় প্রেসিডেন্ট যার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা ও প্রতিনিধি পরিষদে তা পাশও হয়। এর আগে এন্ড্রু জনসন ও বিল ক্লিনটনও প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন। তারাও সিনেট থেকে রেহাই পেয়ে যান।
সিনেটে ভোটাভুটির রায়ের পর ট্রাম্প বলেছেন, তিনি বৃহস্পতিবার এ বিষয়ে তার আনুষ্ঠানিক বিবৃতি দেবেন।
-2020-01-16-23-49-20.jpeg)
আপনার মূল্যবান মতামত দিন: