odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

ফিক্সিং চেষ্টায় পাকিস্তানী জামশেদের ১৭ মাস জেল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ February ২০২০ ০৮:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ February ২০২০ ০৮:১৯

 

লন্ডন, ৮ ফেব্রুয়ারি, ২০২০: বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এবং পাকিস্তান সুপার লীগে(পিএসএল) স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে শাস্তি পেলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার নাসির জামশেদ।
পিএসএল ও বিপিএলে ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান জামশেদ। ইংল্যান্ডের একটি আদালত গতকাল এ মামলার রায়ে তাকে ১৭ মাস জেল খাটার নির্দেশ দিয়েছে। ফিক্সিং পরিকল্পনায় জামশেদের সঙ্গে জড়িত ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজের যথাক্রমে ৪০ মাস ও ৩০ মাসের জেল হয়েছে।
ইংল্যান্ডের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) স্পট ফিক্সিং নিয়ে তদন্ত করছিল। তারই অংশ হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন জামশেদ, ইউসুফ ও ইজাজ। জুয়াড়ি চক্রের সদস্য হিসেবে ছদ্মবেশ নিয়ে এক পুলিশ কর্মকর্তা তাদের গ্রেপ্তার করেন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ফিক্সিংয়ের অভিযোগে ইংল্যান্ডে আটক হওয়ার পর বিচার শুরু হয় জামশেদের। গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফিক্সিংয়ের বিভিন্ন অভিযোগে ১০ বছরের নিষেধাজ্ঞা দেয় ৩৩ বছর বয়সী সাবেক এ ক্রিকেটারকে।
বিপিএলে ২০১৬ সালে রংপুর রাইডার্সের হয়ে ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন জামশেদ। এ জন্য ঘুষও নিয়েছিলেন জুয়াড়িদের কাছ থেকে। পরের বছর পিএসএলে পরিকল্পিতভাবে ফিক্সিং করেন। ছদ্মবেশী পুলিশ কর্মকর্তার মতে এ চক্রের ‘পালের গোদা’ ইউসুফ আনোয়ার।
২০১৬ সালের নভেম্বরে একটি হোটেলে আনোয়ারের সঙ্গে সাক্ষাৎ হয় সেই কর্মকর্তার। সংবাদমাধ্যম জানিয়েছে, আনোয়ার তখন বলেছিলেন বিপিএলে তার হয়ে ছয়জন ক্রিকেটার কাজ করছে। প্রায় ১০ বছর ধরে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা তখন খোলামেলাভাবেই বলেছিলেন পাকিস্তানী বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক।
পাকিস্তানের হয়ে ২টি টেস্ট, ৪৮টি ওয়ানডে ও ১৮ টি-২০ খেলেছেন জামশেদ।



আপনার মূল্যবান মতামত দিন: