বাগদাদ, ১১ ফেব্রুয়ারি, ২০২০ : ইরাকের রাজধানী বাগদাদে বিরল তুষারপাত হয়েছে। গত এক শতাব্দীর মধ্যে মঙ্গলবার বিরল ঘটনাটি ঘটেছে।
বাগদাদে ২০০৮ সালে একবার তুষারপাত হয়েছিল। কিন্তু তা ছিল খুবই দ্রুত ও সামান্য। ইরাকে বৃদ্ধ ও যুবারা বলেছেন, বাগদাদে তারা এ প্রথম তুষারপাত দেখছেন।
তুষারপাতে উৎফুল্ল বাগদাদবাসী। তাদের কাউকে বরফ দিয়ে বল বানিয়ে ছুঁড়তে কিংবা আবার কাউকে ছবি তুলতে দেখা গেছে।
ইরাকের আবহাওয়া কেন্দ্রের মিডিয়া প্রধান আমির আল জাবেরি বলেছেন, তুষারপাত সম্ভবত বুধবার পর্যন্ত চলতে পারে।
বাগদাদবাসী ঠান্ডা আবহাওয়ার চেয়ে গরমেই বেশি অভ্যস্ত।

আপনার মূল্যবান মতামত দিন: