বেইজিং, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ : চীনে করোনা ভাইরাস মহামারীতে নতুন করে ১৪২ জন নিহত হওয়ার পরে রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৬৫ জন। তবে পরপর তিন দিন মৃতের সংখ্যা কমেছে।
জাতীয় স্বাস্থ্য কমিশন বলেছে,দেশব্যাপী নতুন করে ২০০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
নতুন করে আক্রান্তদের মধ্যে ১,৮৪৩ জন হুবেই প্রদেশের,এখান থেকেই এই মহামারী ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮,৫০০ জন। নিহতদের বেশীরভাগই হুবেই প্রদেশের। দেশের অন্যান্য অংশে আক্রান্তদের সংখ্যা কমছে।

আপনার মূল্যবান মতামত দিন: