ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫
শিক্ষার্থীদের প্রতি জেনারেল (অব.) ইকবাল করিম ভুইয়া

মানবসেবার লক্ষ্যে নিজেকে তৈরির আহবান

Admin 1 | প্রকাশিত: ৩ February ২০১৭ ১১:৫৪

Admin 1
প্রকাশিত: ৩ February ২০১৭ ১১:৫৪

 

মানবসেবার লক্ষ্যে নিজেকে তৈরির জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভুইয়া। গত শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি লালমিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।তিনি প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন।   

জেনারেল (অব.) ইকবাল করিম ভুইয়া বলেন,‘শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি করা নয়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে, নিজেকে জানা এবং চারপাশের মানুষের জন্য সহমর্মী হওয়া।’ এ সময় তিনি লেখা-পড়ায় মনোযোগী হয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলার কথাও বলেন।

অনুষ্ঠানে কলেজের পরিচালনা কমিটির সভাপতি মো.মনিরুজ্জামান সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো.আহসানুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী ড.এ জেড এম ওবায়েদ হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মো.নজরুল ইসলাম ও বুয়েটের অধ্যাপক ড.মো.দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পাশাপাশি প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান কৃতি শিক্ষার্থীদেরও ক্রেস্ট এবং বৃত্তি প্রদান করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: