ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

এক সপ্তাহে সোয়া কোটি রুপি সংগ্রহ সানিয়ার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০ ০১:১৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০ ০১:১৭

 

 

নয়া দিল্লি, ৫ এপ্রিল ২০২০  : করোনা ভাইরাসের বিপক্ষে লড়াইয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের অনেকের মতই এবার এগিয়ে এলেন ভারতের টেনিস হার্টথ্রব সানিয়া মির্জা। নিজ দেশের মানুষের পাশে দাঁড়াতে তহবিল গঠনে মানবতার ডাক দেন পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া। তার মানবতার ডাকে সাড়া দিয়েছেন অনেকেই। আর এক সপ্তাহের মধ্যে ১ কোটি ২৫ লাখ রুপির তহবিল সংগ্রহ করে ফেলেছেন সানিয়া।
প্রাণঘাতি করোনাভাইরাসের আর্থিক সহায়তার জন্য কয়েকজনকে সাথে নিয়ে অনুদান হিসেবে ১ কোটি ২৫ লাখ রুপি সংগ্রহ করে ফেলেছেন সানিয়া।
তবে সানিয়ার চেষ্টা এখানেই থেমে থাকছে না। তিনি নিজে যে ফান্ড গঠন করেছেন, সেখানে আরও অর্থ সংগ্রহ জমা হচ্ছে। এই অর্থ দিয়ে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিতে চান সানিয়া। এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন সানিয়া।
টুইটারে সানিয়া নিজের কার্যক্রমের বর্ণনাও দিয়ে বলেন, ‘আমরা একেটি দল হিসেবে অসহায়-দুস্থ পরিবারকে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছি। আমরা হাজারের ওপর পরিবারকে খাদ্য সহায়তা দিতে চাই। এক সপ্তাহেই এক কোটি ২৫ লাখ রুপি সংগ্রহ করেছি। আমরা অন্তত এক লাখ পরিবারকে সহায়তা দিতে পারবো। এই প্রচেষ্টা আমাদের চলমান থাকবে। আমরা একসঙ্গে থাকতে চাই এবং এক সাথে এই যুদ্ধে জিততে চাই।’
করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তায় বড় অংকের অর্থ সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন ভারতের অনেক ক্রীড়া ব্যক্তিত্বরা। শচিন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী-বিরাট কোহলি-সুরেশ রায়না ছাড়াও আরও অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন: