ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন সাকিব

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০ ০২:৩৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০ ০২:৩৬

 

ঢাকা, ৭ এপ্রিল ২০২০ : দ্বিতীয় সন্তানের মত বাবা হতে চলেছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে এমনই ইঙ্গিত দিয়েছেন সাকিব।
কন্যা আলায়না হাসান অব্রির একটি ছবির মাধ্যমে এমনই ইঙ্গিত দেন সাকিব। যেখানে দেখা যাচ্ছে, আলায়নার হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’ এই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘বড় বোনের দায়িত্ব।’
এই পোস্টের পর কমেন্টে সাকিব পরিবারকে শুভকামনায় ভাসিয়েছেন তার ভক্ত-সমর্থকরা।
গত ২১ মার্চ যুক্তরাষ্ট্রে যান সাকিব। যেখানে রয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলায়না। কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি পরিবারের কাছে যাননি সাকিব। করোনভাইরাসের কারণে ১৪ দিনের স্বেচ্ছা আইসোলেশনে থাকেন তিনি। স্বেচ্ছা আইসোলেশনে থাকা অবস্থায় কোন অসুস্থতা বোধ করেননি সাকিব। তাই ৩ এপ্রিল স্বেচ্ছা আইসোলেশন শেষে পরিবারের কাছে ফিরে যান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: