ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন সাকিব

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০ ০৩:৫৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০ ০৩:৫৫

 

 

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২০  : দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয়বারের মত বাবা হতে যাচ্ছেন বলে মাসের শুরুর দিকেই জানিয়েছিলেন সাকিব।
আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে সুখবরটা পেয়েই গেলেন বাংলাদেশ অলরাউন্ডার। দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন সাকিব। আজ বাংলাদেশ সময় বিকেলে দ্বিতীয় কন্যা সন্তান প্রসব করেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
অন্ত:সত্ত্বা পাশে থাকতে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। প্রত্যাশিত তারিখ অনুযায়ী এপ্রিলের শেষ সপ্তাহে পৃথিবীতে এল নতুন অতিথি।
সাকিবের বড় মেয়ে পাঁচ বছর বয়সী আলাইনার জন্মও যুক্তরাষ্ট্রে। গত ৭ এপ্রিল সাকিব আলাইনার একটি ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে। ছবির ক্যাপশনে লেখা ছিল ‘বিগ সিস্টারহুড’। বড় বোনের দায়িত্ব পালন করতে নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছে আলাইনা। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও নবজাতক উভয়েই সুস্থ আছেন



আপনার মূল্যবান মতামত দিন: