odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

মালখানগর ইউনিয়ন যুবলীগের জীবানু নাশক স্প্রে কার্যক্রম।

ahsanul islam | প্রকাশিত: ২৩ May ২০২০ ০৭:০১

ahsanul islam
প্রকাশিত: ২৩ May ২০২০ ০৭:০১

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে ধর্মপ্রান মুসল্লিদের রক্ষার্থে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন যুবলীগের জীবানু নাশক স্প্রে কার্যক্রম চালানো হয়েছে। গত শুক্রবার ২৩ মে মালখানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন এর নেতৃত্বে জুম'আ পূর্বে উপজেলার মালখানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড (ফুরশাইল গ্রামে) মসজিদে জীবানু নাশক স্প্রে কার্যক্রম চালানো হয়।

মসজিদের নামাজ আদায়ে সরকারী আদেশ মেনে মুসুল্লীদের সুশৃঙ্খল ভাবে নামাজ আদায় করা নিশ্চিত করা হয়। সেই সাথে  মসজিদের গেটে ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীরা দূরত্ব বজায় রেখে আগত মুসুল্লিদের শরীরেও জীবানু নাশক স্প্রে করেন।এর আগে শুক্রবার সকাল ১১টায় তালতলা বাজারে প্রবেশ পথে নেতা কর্মীদের সাথে নিয়ে জনসচেতনামূলক কার্যক্রম চালানো হয়।

বাজারে আসা জনসাধারণকে মাক্স পড়া এবং সামাজিক দুরত্ব বজায় চলাফেরা করার জন্যে উৎসাহিত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: