odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

সিরাজদিখানে ছাত্রলীগ নেতা কাওসার খানের বিরুদ্ধে ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ গ্রেফতার।

ahsanul islam | প্রকাশিত: ১৫ June ২০২০ ০৫:১১

ahsanul islam
প্রকাশিত: ১৫ June ২০২০ ০৫:১১

সিরাজদিখানে ছাত্রলীগ নেতা কাওসার খানের বিরুদ্ধে ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ গ্রেফতার।

মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্রলীগ নেতা কাওসার খানের বিরুদ্ধে ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ করেছেন তাদের নিকটের আত্নিয়। দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন যাবৎ দ্বন্দ চলেছে। শনিবার কোলা ইউনিয়ন যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক সাখী আক্তার বাদী হয়ে সিরাজদিখান থানায় ইভটিজিংয়ের লিখিত অভিযোগ দায়ের করেন। সরজমিনে জানা যায়, কোলা গ্রামের কাওসার খান একই গ্রামের মহিলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাথী আক্তারদের সাথে দীর্ঘদিন ধরে আতিœয়তার দ্বন্দ চলে আসছিলো । গত বুধবার সাথী আক্তার উপজেলার কোলা ভিলেজ পার্কের রাস্তা দিয়ে যাবার সময় পার্কের বসার স্থানে বসে চা পান করছিলো। একে অন্যের চোখ পরতেই এরিয়ে জায় ২জনই। যা কিনা ভিডিও ফুটেজে দেখা যায় কিন্তু পরে সংঘবদ্ধ হয়ে ব্যক্তিগত স্বাথ উদ্ধার করার জন্য ও রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য মিথ্যা অভিযোগ করেন। এতো কতিপয় ছাএলীগ ও যুবলীগ নেতা সহযোগিতা করেন কাওসার খানের সুনাম নষ্ট করার জন্য। কাওসার বর্তমানে সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী। অভিযুক্ত মো.কাওসার খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এসব করি নাই। পারিবারিক সমস্যার কারনে সে আমাকে ফাসাচ্ছে। তার সাথে আমার বয়সের পার্থক্য ৩০ বছরের। এবিষয়ে সাখী আক্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তার বোন ফোন রিসিব করে বলে সাখী বাহিরে আছে সে আসলে আপনাকে কলদিতে বলব। পরে একাধিকবার চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া যায়। সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. এমদাদুল হক বালেন, অভিযোর পেরিক্ষিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এই ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল জানান সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ নেতা কাউসার ষড়যন্ত্রের শিকার। অবিলম্বে কাউসাকে মুক্তি না দিলে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ আন্দোলনে নামতে বাধ্য হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কাউসারকে মুক্ত করে ছাড়াবো ইনশাআল্লাহ। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ নেতা কাউসারের গ্রেফতার ছাত্রলীগ নেতা কাউসারের গ্রেফতার এর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। যে কোনো সময় ছাত্রলীগের নেতাকর্মীরা কাউসারের মুক্তির দাবিতে আন্দোলনে নামতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: