odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

সিরাজদিখানে রাসূলের অবমাননায় মানববন্ধন অনুষ্ঠিত  

ahsanul islam | প্রকাশিত: ১০ November ২০২০ ০৫:৪১

ahsanul islam
প্রকাশিত: ১০ November ২০২০ ০৫:৪১

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

ফ্রান্স সরকার কর্তৃক রাসূল (সাঃ) এর অবমাননার প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় ওলামায় কেরাম ও সর্বস্থরের তৌহীদি জনতা এ মানববন্ধন করেন। 

কেয়াইন ইউনিয়নের সর্বস্তরের তাওহিদী জনতার আয়োজনে ও নিমতলা মাদরাসার পিন্সিপাল হযরত মাওলানা হাফেজ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা জিয়াউল হক কাসেমী,মাওলানা মনির সাহেব,মাওলানা ওবায়দুল হক,মাওলানা আছাদুল্লাহ,মাওলানা মহিউদ্দিনকেয়াইন ইউনিয়ন চেয়ারম্যান মো.আশ্রাফ আলী,ব্যবসায়ী মহাসিন্ধু মোল্লামাওলানা নিয়ামত উল্লাহমাওলানা হাবিবুর রহমানকেয়াইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  আলাদ হোসেনমাওলানা ইউনুস ফরিদীমাওলানা মুফতি আবুল কালাম আজাতফুলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  ফোরকান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: