ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ম্যারাডোনার স্মরণে বঙ্গবন্ধু টি-টুয়েন্টিতে এক মিনিট নীরবতা পালন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০ ০২:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০ ০২:০৭

 

ঢাকা, ২৬ নভেম্বর ২০২০  : গতকাল (বুধবার) রাতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফুটবল ইতিহাসের মহানায়ক দিয়াগো ম্যারাডোনা।
৬০ বছর বয়সে ম্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া বইছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। সেই প্রভাব পড়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপেও। তাই ম্যারাডোনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
আজ দিনের প্রথম ম্যাচের (জেমকন খুলনা- মিনিস্টার গ্রুপ রাজশাহী) পর নীরবতা পালন করা হয়। সন্ধ্যার ম্যাচের জন্য তখন মাঠে উপস্থিত ছিলো বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রামের খেলোয়াড়রা।
ফলে জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী এবং বেক্সিমকো ঢাকা-গাজী গ্রুপ চট্টগ্রামের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ম্যারাডোনা স্মরণে নীরবতা পালন করেন। প্রেসিডেন্টস বক্সে উপস্থিত বিসিবি কর্মকর্তারাও নীরবতা পালন করেন। এছাড়াও সাপোর্ট স্টাফ ও মাঠকর্মীসহ উপস্থিত সবাই সম্মান জানান ফুটবল জাদুকরকে।
এসময় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে ১৯৮৬ বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে ম্যারাডোনার উল্লাসের ছবি।



আপনার মূল্যবান মতামত দিন: