ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪২ রান

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৪৬

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৪৬

 

* এস এম শামীম সৈকত।


রান আউট, রিভিউ না নেয়ার আক্ষেপ, জীবন পেয়েও ইনিংস বড় করতে না পারা, শিশুতোষ সব শট, সব মিলিয়ে চট্টগাম টেস্টের প্রথম দিন শেষে এমন আক্ষেপ বাংলাদেশ শিবিরে। বলতে গেলে এক কথায় প্রকাশে- প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের। প্রথম ইনিংসে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪২ রান।

ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাকিব-লিটন জুটি। ১ম দিন শেষে সাকিব ৩৯ ও লিটন ৩৪ রানে অপরাজিত আছেন। তাদের অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটিতে দিন শেষে টাইগারদের মোট সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ২৪২ রান। ওভার প্রতি রান ছিল মাত্র ২.৬৮

এর আগে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক ফিফটি তুলে নিয়েছেন সাদমান ইসলাম। যদিও রিভিউ নিলে নিশ্চিত বেঁচে যেতেন সাদমান।
কিন্তু তা না করায় ১৫৪ বলে ৫৯ রানে ওয়ারিকানের বলে এলবিডব্লিউ'র শিকার হন তিনি।

ব্যক্তিগত ২৬ রান করে মিড উইকেটে ধরা পড়েন মুমিনুল। তার ৯৭ বলের ইনিংসে ছিল ২ চার। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ৫ম উইকেট জুটিতে সাকিব আল হাসানের সাথে ৫৯ রানের চমৎকার এক জুটি গড়েছিলেন। ক্রিজে সেট হয়ে ছুটেছিলেন ফিফটির দিকেও। কিন্তু ব্যাক্তিগত ৩৮ রানেই ফিরতে হলো এই ডানহাতি ব্যাটসম্যানকে।

ওয়ারিক্যানের একটা ফুলার লেন্থের ডেলিভারিকে সামনের পাঁয়ে ডিপেন্ড করেছিলেন মুশফিক। কিন্তু দূর্ভাগ্যবশত বল তার ব্যাটের কানা ছুঁয়ে গিয়ে জমা হয় ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে থাকা বিশাল দেহের অধিকারী ফিল্ডার রাকিম কর্নওয়ালের হাতে।

বল হাতে ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন স্পিনার জোমেল ওয়ারিক্যান।বাকি এক উইকেট কেমার রোচের।

যাকে নিয়ে এত আলোচনা, সেই দীর্ঘদেহীর কর্ণওয়াল পাননি উইকেটের দেখা। যদিও তিনি বল করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ ওভার। এক মেডেনে রান দিয়েছেন ৫৬।

কালকে টেস্টের দ্বিতীয় দিনে টাইগারদের ইনিংস আরো অনেক বড় হবে এমনটাই প্রত্যাশা সকল টাইগার ভক্ত সমর্থকদের.......

সংক্ষিপ্ত স্কোরঃ প্রথম টেস্ট প্রথম দিন শেষে বাংলাদেশঃ ২৪২/৫ (৯০ ওভার)...
সাদমান ৫৯, সাকিব ৩৯*, মুশফিক ৩৮, লিটন ৩৪* রান।
ওয়ারিক্যান ৩/৫৮, কেমার রোচ ১/৪৪ উইকেট।.........



আপনার মূল্যবান মতামত দিন: