ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাগআঁচড়ায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১ ০১:২৬

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১ ০১:২৬

বেনাপোল প্রতিনিধি: 'খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানকে ধারণ করে  বাগআঁচড়ায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৭ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাগআঁচড়া ক্রিকেট একাদশ এর আয়োজনে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলায়  জগনন্দন কাটি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন বাগআঁচড়া আশা ফার্মেসি ক্রিকেট দল।

 

ফাইনাল খেলা শেষে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবীর বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি'র বক্তব্যে তিনি  বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধূলাও প্রয়োজন। খেলাধুলা যেমন শরীর ও মনকে সুস্থ রাখে তেমন একজন ভালো খেলোয়ার নিজ প্রতিষ্ঠান ও দেশের প্রতিনিধিত্ব করে।

টুর্নামেন্ট খেলায় সার্বিক পরিচালনায় ছিলেন, সাংবাদিক আসাদুজ্জামান নয়ন।



আপনার মূল্যবান মতামত দিন: