
নিজস্ব প্রতিবেদক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসন কলকাতা নাইট রাইর্ডাস ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান রাজস্থানের হয়ে খেলতে নামবেন।
বৃহস্পতবিার (১৮ ফেব্রুয়ারি) ভারতের চেন্নাইয়ে বাংলাদশে সময় দুপুর সাড়ে ৩টায় নলিাম শুরু হয়। নলিামে র্সবোচ্চ ভত্তি মূল্য ২ কোটি রুপরি ক্যাটাগরতিে সাকবিরে নাম থাকার পরে কলকাতা তাকে কনিে নয়ে।
পরে মুস্তাফিজুর রহমানকে ১ কোটি রুপিতে দলে ভিড়ায় রাজস্থান রয়্যালস।
এর আগে সাকিব প্রথম ২০১১ আসররে ৪ লাখ ২৫ হাজার ডলারে কলকাতা নাইট রাইর্ডাসের হয়ে খেলেন। ২০১৪ আইপএিলরে আগে কলকাতা তাকে ধরে রাখে ২ কোটি ৮০ লাখ রুপিতে। কোলকাতার হয়ে ৭ মৌসুমে ৬ বার অংশ নওেয়ার পর ২০১৮ আইপএিলরে আগে তাকে ২ কোটি রুপতিে দলে নয়ে সানরাইর্জাস হায়দরাবাদ। হায়দরাবাদরে হয়ে দুটি আসরে খলেনে সাকবি।
সাকিব আইপএিল ক্যারয়িারে ৫৯ উইকটে ও ৭৪৬ রান করেছেনে ।
অন্যদিকে মুস্তাফিজ তার আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে। সেবার হায়দরাবাদ বিজয়ী হয়। সেবার ১৬টি ম্যাচে তিনি ২৩ উইকেট নেন। এরপরে ২০১৮ সালে তিনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলেন।
শহীদুল/
আপনার মূল্যবান মতামত দিন: