odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

১১ বছরের শিশু যৌন হয়রানির শিকার হলো ৫৫ বছরের বৃদ্ধার কাছে

Biplob | প্রকাশিত: ২৮ April ২০২১ ২০:১৭

Biplob
প্রকাশিত: ২৮ April ২০২১ ২০:১৭

নোয়াখালী প্রতিনিধিঃ গত ২৪শে এপ্রিল ২০২১ ইং রোজ শনিবার সকাল আনুমানিক ১১ টার সময় নোয়াখালী সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড দেবিসিংপুর গ্রামের কুতুবের হাট বাজার সংলগ্ন আঠখোলা বাড়ির মৃত হাকিম মিয়ার ছেলে মোস্তফা প্রকাশ সুদি মোস্তফা(৫৫)এই বৃদ্ধার কাছে কুতুবের হাট উত্তর বাজারে অবস্থিত সিরাজের মুদি দোকানের ভিতরে সুমাইয়া(১১) বছরের এক শিশুকে যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে৷

জানা যায়, ঐ শিশু টি মুদি দোকানদার সিরাজ মিয়ার ভাগ্নি সুমাইয়া৷ সিরাজ মিয়ার ভাগ্নি সুমাইয়ার বাড়ি বেগমগঞ্জ উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড লতিবপুর গ্রামের রুকন মিয়ার বাপের বাড়ির মৃত মোহাম্মদ উল্ল্যাহ ৩য় মেয়ে৷

সিরাজ মিয়া মা টিভি অনলাইন কে জানান,গত শনিবার সকাল ১১ টার সময় আমার ভাগ্নি সুমাইয়া আমার দোকানে আসে৷আমি তাকে দোকানে ভিতরে রেখে বাহিরে শাকসবজী ও কাঁচা মরিচ কিনতে যায়৷যাওয়ার সময় আমার দোকানে সামনে মোস্তফা কে বসা অবস্থায় দেখতে পাই৷

কিছুক্ষণ পরে আমি আবার আমার দোকানে ফিরে এসে আমার ভাগ্নির চেহারা কালো করে রাখতে দেখতে পাই৷ পরবর্তীতে আমার ভাগ্নি আমাকে কিছুই না জানিয়ে বাড়ির উদেশ্যে চলে যায়৷

পরে শিশুটি বাড়িতে ফিরে তার মামি–মামাকে ঘটনাটি জানালে তাঁরা গতকাল সোমবার রাতে ৭ নং ওয়ার্ডের স্থানীয় মেম্বারের কাছে শরণাপন্ন হন।

এই বিষয় মোস্তফা প্রকাশ সুদি মোস্তফার কাছে থেকে ঘটনার সত্যতা জানার চেষ্টা করলে তাকে বাড়িতে খুঁজে পাওয়া যায়নি৷



আপনার মূল্যবান মতামত দিন: