ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বাবার বাড়ি বেড়াতে এসে মেয়ের আত্মহত্যা

Biplob | প্রকাশিত: ৪ জুলাই ২০২১ ০০:২৫

Biplob
প্রকাশিত: ৪ জুলাই ২০২১ ০০:২৫

 সিংগাইর প্রতিনিধি: সিংগাইর উপজেলার খাসির চর ২য় খন্ডে (ভাটির চর খালাসি পাড়া) আঃ মালেক এর মেয়ে সনি আক্তার (১৯) বাবার গৃহে গত রাতে আত্মহত্যা করেন বলে জানা যায় ।

সনি আক্তারের ঐ একই গ্রামের সাইদুল ইসলামের সাথে কয়েক মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ।

মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসী ও স্বামীসহ  স্বজনরা উপস্থিত হয়ে সিংগাইর থানায় সংবাদ দেয়।

সিংগাইর থানা পুলিশ এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন, সিংগাইর  সার্কেল এএসপি রেজাউল হক, ওসি মো: সফিকুল ইসলাম মোল্লা সহ তদন্ত কর্মকর্তা এস আই তারেকুল ইসলাম।

এ সময় এস আই তারেকুল ইসলাম জানায় মেয়েটি  বাবার বাড়িতে বসত ঘরের জানালার সাথে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে ।

এরপর সিংগার থানা পুলিশ লাশটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: