odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

ইবি রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান

odhikarpatra | প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫ ১৬:০৬

odhikarpatra
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫ ১৬:০৬

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২০ আগস্ট) সকাল ৮ টায় যৌথভাবে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

জানা গেছে, ২০ থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত তিনদিন ব্যাপী এ তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং তৃতীয় দিন দুপুরে দীক্ষা সম্পর্ণ হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ন ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আর এস এল অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, ইউনিট কাউন্সিলর সভাপতি দিদারুল ইসলাম রাসেলসহ প্রায় ৭০ জন রোভার ও সহচর উপস্থিত ছিলেন।

দীক্ষার্থীরা বলেন, এই দীক্ষাক্যাম্পের মাধ্যমে আমরা সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, স্কাউট আইন বিভিন্ন বিষয়ে ধারণা লাভ করতে পারবো। স্কাউটের মূল মোটো হলো সেবা। তাই আমাদের প্রধান কাজ হলো সেবা দেওয়ার জন্য নিজেকে তৈরি করা। আমরা এই দীক্ষাক্যাম্প থেকে নিজেদের প্রস্তুত করে নিব যে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে তা কাজে লাগাতে পারি।

ইবি রোভার স্কাউট গ্রুপেট ইউনিট কাউন্সিলর সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, আজ তাঁবুবাস ও দীক্ষাঅনুষ্ঠানের প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিনে আমাদের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন দুপুরে দীক্ষার কাজ সম্পন্ন করা হবে।

তিনি আরো বলেন, এ অনুষ্ঠানে মূলত একজন মানুষ কীভাবে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এ বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেইসঙ্গে কিছু কারিগরি শিক্ষা তাদের হাতেকলমে শেখানো হয় যাতে তারা বিশ্বের যে প্রান্তেই যাক না কেন কখনোই নিজেদের অযোগ্য মনে না করে। দেশের যেকোনো ক্রান্তিকালে রোভার সদস্যা যেন সবটুকু দিয়ে এগিয়ে আসে এজন্যই আমরা কাজ করছি।


উপাচার্য ও ইবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আগামীর বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব, এখানে শুধু যোগ্যরাই টিকে থাকবে। এ যোগ্যতা অর্জনের জন্য রোভার স্কাউট অনন্য ভূমিকা পালন করে। স্কাউটিং যারা করে তারা আধুনিক বিশ্বকে বুঝে। এডুকেশনের পাশাপাশি রোভাররা সব হিউম্যান বৈশিষ্ট্যকে ধারণ করবে। আমরা যে পেশায়ই থাকি না কেন সমাজের জন্য কাজ না করলে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। স্কাউটিংয়ের মাধ্যমে রোভাররা সমাজের জন্য কাজ করা শেখে। টিমওয়ার্ক ছাড়া ভালো কিছু সম্ভব না যেটা স্কাউটিংয়ে শেখানো হয়।

প্রসঙ্গত, রোভার স্কাউটের দীক্ষা অনুষ্ঠানে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে রোভার স্কাউটে অন্তর্ভুক্ত করা হয়। স্কাউট প্রতিজ্ঞা, নীতি ও আদর্শ সম্পর্কে অবহিত করে দীক্ষার্থীকে শপথ হয়ে থাকে। দীক্ষার মাধ্যমে তাদের সমাজসেবামূলক কাজের জন্য প্রস্তুত হওয়ার অঙ্গীকার করে।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: