odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

রাণীশংকৈলে বজ্রপাতে দিনমুজুরের মৃত্যু 

Biplob | প্রকাশিত: ২৬ August ২০২১ ০২:২৫

Biplob
প্রকাশিত: ২৬ August ২০২১ ০২:২৫

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (২৫ আগস্ট) রবিন চদ্র রায় ওরফে ঢেলুরাম (৪৫) নামে এক  দিনমুজুরের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
 
মৃত দিনমুজুর উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা টাওয়ারপাড়া এলাকার শুধুরামের ছেলে। 
 
স্থানীয় সুত্রে জানা গেছে, ঢেলুরাম পেশায় একজন দিনমুজুর ছিলেন। ঘটনার দিন দুপুর আনুমানিক আড়াইটার দিকে তার বাড়ির পাশে অন্যের আমন ধান ক্ষেতে জিমিতে দিনমুজুর হিসেবে নিরানী পরিস্কার করতে য়ান। এ সময় হঠাৎ আকাশের বজ্রপাতের আঘাতে সে ভিষণ  অসুস্থ হযে পড়ে। সাথে সাথে স্থানীয়রা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
 
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম বজ্রপাতে ঢলুরামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
রাণীশংকৈল থানার (ওসি) তদন্ত আব্দুল লতিফ সেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মূল্যবান মতামত দিন: