
আগামী বছর মেট্রোরেলের ন্যূনতম উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত এবং পদ্মা সেতু ও কর্ণফুলী টানেল নির্মাণ শেষে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
মন্ত্রী আজ সকালে মেট্রোরেলের দিয়াবাড়িস্থ ডিপোতে ভায়াডাক্টের উপর মেট্রোরেলের পারফরমেন্স টেস্টের শুভ সূচনা অনুষ্ঠানে এসব জানান।
মন্ত্রী আরও জানান, মেট্রোরেল রুট-৬ এর নির্মাণকাজ দ্রতগতিতে এগিয়ে চলেছে। ২০২২ সালের ডিসেম্বর নাগাদ ঢাকা মহানগরীতে বাণিজ্যিকভাবে ন্যূনতম উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু করবে বলে এসময় তিনি জানান। মন্ত্রী এসময় আগামী ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেলের সমন্বয়ে প্রায় ১২৯ কিলোমিটার দীর্ঘ ও ১০৪টি স্টেশনবিশিষ্ট একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা থেকে আগারগাঁও এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মোট ২০.১০ কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে প্রায় ১৭ কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন শেষ হয়েছে এবং উত্তরা ডিপো থেকে বিজয় সরণী মেট্রোরেল স্টেশন পর্যন্ত ভায়াডাক্টের নির্মাণ সম্পন্ন হয়েছে।
রুট-৬ এর ষোলটি স্টেশনের মধ্যে প্রথম নয়টি মেট্রোরেল স্টেশনের কনকোর্স, প্রথম পাঁচটি মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম ও প্রথম চারটি মেট্রোরেল স্টেশনের স্টীল রুফ স্ট্রাকচার এবং তিনটি মেট্রোরেল স্টেশনের রুফ সিটিং এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট মেট্রোরেল স্টেশনসমূহের নির্মাণ কাজ বিভিন্ন পর্যায়ে অব্যাহত রয়েছে।
ইতোমধ্যে ডিপোর অভ্যন্তরে রেললাইন স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। ভায়াডাক্টের উপরে মেইন লাইনে প্রায় ১৭ কিলোমিটার রেল লাইন স্থাপন করা হয়েছে। প্রথম পাঁচটি মেট্রোরেল স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের উপযুক্ত করে প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি স্থাপন ও সফলভাবে টেস্ট করা হয়েছে। ভায়াডাক্টের উপর প্রায় সাড়ে সতের কিলোমিটার ওভারহেড ক্যাটেনারি সিস্টেম (ওসিএস) ওয়্যারিং সম্পন্ন হয়েছে।
ছয় কোচ বিশিষ্ট চারটি মেট্রো ট্রেন সেট ইতোমধ্যে ঢাকার উত্তরাস্থ ডিপোতে এসে পৌঁছেছে। ক্রমান্বয়ে অবশিষ্ট মেট্রো ট্রেন সেট বাংলাদেশে নিয়ে আসা হবে। গত ১১ মে ২০২১ তারিখ ডিপোর অভ্যন্তরে মেট্রোরেলের ফাংশনাল টেস্টের শুভ সূচনা করা হয়। ইতোমধ্যে প্রথম দু’টি মেট্রো ট্রেন সেটের ফাংশনাল টেস্ট সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, মেট্রোরেল রুট-৬ প্রথম পর্যায়ে উত্তরা তৃতীয় পর্ব হতে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি শতকরা ৮৮.১৮ ভাগ, দ্বিতীয় পর্যায়ে আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি শতকরা ৬৬.৭৪ ভাগ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি শতকরা ৬০.৬৬ ভাগ। মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা ৬৮.৪৯ ভাগ।
অনুষ্ঠানে বাংলাদেশস্থ জাপান এ্যাম্বাসির মিনিস্টার এন্ড ডেপুটি চীফ অব দি মিশন গৎ. ঐরৎড়ুঁশর ণঅগঅণঅ (হিরোইওকি ইয়ামায়া), বাংলাদেশস্থ জাইকা অফিসের চীফ রিপ্রেজেন্টেটিভ (ইহুও হায়েকাওয়া), ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক, ডিএমটিসিএল এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ, পরামর্শক প্রতিষ্ঠান এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: