odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

পাবনার মহেন্দ্রপুরে পূর্ব শত্রুতার জেরে এক কিশোর আহত

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ৩০ August ২০২১ ০৪:৪৯

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ৩০ August ২০২১ ০৪:৪৯

 

পাবনার সদর উপজেলার মহেন্দ্রপুরে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে এক কিশোর আহত হয়েছে। আহত কিশোর মো. সিয়ামকে (১৭) পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত কিশোর দোগাছী ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের ফজু প্রামানিকের ছেলে এবং একটি ছাপা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে।
আহত কিশোর মো. সিয়ামের চাচা খায়রুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার পরে সিয়াম ও তার বন্ধু রাফিউল পাবনা ইসলামিয়া কলেজ সংলগ্ন রেল লাইন দিয়ে যাবার পথে পূর্ব শত্রুতার জের ধরে গয়েশপুর ইউনিয়নের কাকরকাটা গ্রামের মো. শহিদের ছেলে মিলন আলী ও শিমুলসহ অজ্ঞাত আরও কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে পথরোধ করে হামলা করে। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত সিয়ামের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এঘটনায় পাবনা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: