ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

তাসকিন দেশবাসীর কাছে দেয়া চেয়েছেন

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১ ০৭:৪৭

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১ ০৭:৪৭

 

ক্রাইস্টচার্চ, ১০ ডিসেম্বর ২০২১ : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ভোরেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। 
ক্রাইস্টচার্চে সাত দিন কোয়ারেন্টিন শেষে  করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলে অনুশীলন শুরু করতে পারবে টাইগাররা। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) প্রেরিত  এক ভিডিতে দেখা যায়, ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর নিউজিল্যান্ডের বিমান বন্দরের লাউঞ্জে অবস্থান করছেন  বাংলাদেশের ক্রিকেটাররা।
ভিডিওতে কথা বলেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ভিডিও বার্তায় তাসকিন বলেন, ‘ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ড এসে পৌঁছালাম। অনেক লম্বা ভ্রমন ছিল। এখন আমাদের কোয়ারেন্টাইন শুরু হবে। সবাই সুস্থভাবে পৌঁছেছি। সাতদিন রুম কোয়ারেন্টাইন হবে আমাদের এখন। কাজটা কঠিন হলেও দেশের জন্য আমরা সবকিছুই করতে প্রস্তুত। সবাই দোয়া করবেন আমরা যেন নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’ 
আগামী পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। 
এর আগে ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল।



আপনার মূল্যবান মতামত দিন: