ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ভারতের কাছে বাঘিনীদের হার 

| প্রকাশিত: ২৩ মার্চ ২০২২ ০১:০৫


প্রকাশিত: ২৩ মার্চ ২০২২ ০১:০৫


লক্ষ্যমাত্রাটা একেবারেই কঠিন ছিল না। দেখেশুনে খেললে ২৩০ রানের লক্ষ্যটা তাড়া করা যেত। কিন্তু বাংলাদেশের মেয়েরা রীতিমতো বিধ্বস্ত হওয়ায় হারটা এল বড় ব্যবধানেই।

ভারতের ২২৯ রানের জবাবে শুরু থেকেই এলোমেলো ছিলেন তারা। শারমিন আক্তার, ফারজানা হক, নিগার সুলতানারা ব্যাট হাতে কিছুই করতে পারেননি। উদ্বোধনী ব্যাটসম্যান মুর্শিদা শুরু করেছিলেন। কিন্তু বেশিদূর এগোতে পারেননি। ব্যাট হাতে সারমা খাতুন আর লতা মণ্ডল ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। লতা–মুর্শিদা–সালমাদের কল্যাণে অন্তত একশ রান পার হতে পেরেছে বাংলাদেশ। 

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে এটি ছিল বাংলাদেশের মেয়েদের পঞ্চম ম্যাচ। প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ রানে হারে দল। আজকের ম্যাচে হেরে কার্যত বিশ্বকাপ শেষই হয়ে গেল মেয়েদের।

৩৪ বলে ৩২ রান করে সালমা ঝুলন গোস্বামীর বলে উইকেটকিপার রিচা ঘোষের হাতে ধরা পড়েন। তার ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। লতার ইনিংসটি ছিল ৪৬ বলে ২৪ রানের। সালমা ফেরার পর তিনিই দলের হালটা ধরে রেখেছিলেন। পুজা বস্ত্রাকরের বলে হারমানপ্রীতের হাতে ক্যাচ দেন তিনি। তিনি বাউন্ডারি মেরেছেন ২টি।

এই দুজনের পর বাংলাদেশের আর কোনো ব্যাটারই ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। শেষ দিকে জাহানারা আলম এদিক-ওদিক মেরে কিছু রান তোলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ গুটিয়ে যায় ১১৯ রানেই, ৯. ৩ ওভার ওভার হাতে রেখে।



আপনার মূল্যবান মতামত দিন: