
হাসপাতালের বেডে শুয়েই বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় দেখেছেন বাংলাদেশ দলের এক সময়ের তারকা ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল।
মঙ্গলবার (২২ মার্চ) আইসিইউ থেকে কেবিনে ফিরেন রুবেল। জ্ঞান ফেরার পরই বাংলাদেশের খেলা দেখার জন্য তাকিয়ে ছিলেন কেবিনে অন করা টিভির দিকে। কথা বলছেন, সবাইকে চিনতে পারছেন, মাঝে হাসছেনও। কিন্তু খাবার খেতে না পারায় শরীরের দুর্বলতা কমেনি। এসব তথ্য জানিয়েছেন রুবেলের জীবন যুদ্ধে সার্বক্ষণিক সঙ্গী তার স্ত্রী চৈতি।
চৈতি বলেন, ‘এখন সে সবকিছু বুঝতে পারে। কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয়। সবাইকে চিনতে পারে। তবে এখনো হাসপাতালে আছি, যাতে অবস্থা আরো একটু উন্নতি হয়। কয়েকদিন পর আশা করি চলে যেতে পারব।’
কদিন আগেই হুইলচেয়ারে বসা রুবেলের ছবিটা দেখে হতভম্ভ সবাই। ২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালের ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার।
২০২০ সালে সুস্থ, স্বাভাবিক হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হন। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছেন।
হাসপাতালের কেবিনে জীবন যুদ্ধে লড়াই করা রুবেল দেখেছেন বাংলাদেশের খেলা। নিশ্চয়ই সাবেক সতীর্থদের এমন জয়ে প্রচণ্ড কষ্টে কিছুটা স্বস্তির পরশ পেয়েছেন রুবেল।
আপনার মূল্যবান মতামত দিন: