ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের ব্যাটিংয়ে ধস

| প্রকাশিত: ২ এপ্রিল ২০২২ ০৭:২৪


প্রকাশিত: ২ এপ্রিল ২০২২ ০৭:২৪

দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে ব্যাট করছে বাংলাদেশ। সাইমন হারমারের একটু নিচু হওয়া বলটা এরপর ভেদ করল সাদমান ইসলামের রক্ষণ, বাংলাদেশ প্রথম উইকেট হারাল তাতেই। সে উইকেটের পরই ডাকা হয় চা-বিরতি। 

সাদমান আউট হয়েছেন ৩৩ বলে ৯ রান করে। আর প্রায় সাত বছর পর টেস্টে ফিরে নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেলেন হারমার।

এরপর বাংলাদেশের স্কোর এক লাফে পৌঁছে যায় ৭৮ রানে। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটির পঞ্চাশ পেরিয়ে যায়। এর এক ওভার পরেই হার্মারের কাছেই ধরা খেলেন শান্ত। সরাসরি বোল্ড! তার ব্যাট থেকে আসে ২টি করে চার-ছয়ে ৮৭ বলে ৩৮ রান। ভেঙে যায় ৫৩ রানের জুটি। 

ক্রিজে এসে টিকতে পারলেন না অধিনায়ক মুমিনুল হক। পিটারসেনের দুর্দান্ত ক্যাচে শূন্য রানেই ফিরে গেছেন মুমিনুল। অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও কিছু করতে পারলেন না। মাত্র ৭ রান করে শিকার হলেন হার্মারের। বাংলাদেশের স্কোর ৪ উইকেট হারিয়ে ৯৬। ক্রিজে জয়ের সঙ্গী তাসকিন।

দলীয় ২৫ রানে ওপেনার সাদমান ইসলামের উইকেট হারানোর পর চাপে পড়ে বাংলাদেশ। তবে মাহমুদুল হাসান জয়-নাজমুল হোসেন শান্তর সাবলীল ব্যাটিংয়ে চাপ কাটিয়ে উল্টো প্রতিরোধ গড়ে সফরকারীরা। তবে এরপরই ছন্দপতন। হঠাৎ ঝড়ে ভেঙে পড়ল বাংলাদেশের টপ অর্ডার।



আপনার মূল্যবান মতামত দিন: