odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

সৌদিতে বেপরোয়া গতির গাড়ি উল্টে ৩ বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ April ২০২২ ২২:৫৪

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬ April ২০২২ ২২:৫৪

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার খোবার এলাকার আবু হাদরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মৌলভীবাজারের বাবুল মিয়ার ছেলে আশ্রাফ আলী, আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া এবং নূর আলমের ছেলে নয়ন সর্দার। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তারা সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন।
 
সৌদির বাংলাদেশ দুতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ বলেন, ওই শ্রমিকরা হাইওয়ের পাশে ফার্মে কাজ করতেছিল। এ সময় বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: