ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

রাগে-ক্ষোভে ড্রেসিংরুমের দরজায় লাথি মারলো   মাহমুদউল্লাহ

 ক্রীড়া ডেস্ক   | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ০০:১২

 ক্রীড়া ডেস্ক  
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ০০:১২

শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে দেখা গেল অবাক কাণ্ড। শনিবার নবাগত রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ ম্যাচে রূপগঞ্জের বিপক্ষে ব্যক্তিগত ৪৮ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় মেজাজ হারালেন মাহমুদউল্লাহ রিয়াদ।

৪৮ রান করে ভালোই খেলছিলেন মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। রূপগঞ্জ টাইগার্সের বোলিংয়ে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর ছোট ছোট জুটি গড়ে মোহামেডানকে মাহমুদউল্লাহই নিয়ে যাচ্ছিলেন লড়ার মতো অবস্থানে। 

কিন্তু ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে ঘটে বিপত্তি। এনামুল হক জুনিয়রের অফ স্টাম্পের বাইরের আর্ম বলটি মাহমুদউল্লাহর ব্যাট ছুঁয়ে উইকেটকিপার জাকির হাসানের গ্লাভসে যায়। ভালো লেংথ থেকে বলটি অস্বাভাবিক নিচু হওয়ায় কাট শট খেলার চেষ্টায় ব্যর্থ হন মাহমুদউল্লাহ। 

৫২ বল খেলে ২টি চার ও ২টি ছক্কায় সাজানো মাহমুদউল্লাহ আউট হয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুম ফেরার পথে মাঠের বাইরে থাকা মাঠকর্মীর দিকে ব্যাট উঁচিয়ে কী যেন বলছিলেন। রাগে ফুঁসতে থাকা মাহমুদউল্লাহ ড্রেসিংরুমে প্রবেশ করেছেন দরজায় সজোরে ধাক্কা দিয়ে। এমন অসমান বাউন্সের উইকেট নিয়েই হয়তো মাহমুদউল্লাহর যত হতাশা।

শেষ পর্যন্ত ৩৮.১ ওভারে ১৪৩ রানে অলআউট মোহামেডান। ৯.১ বলে ৪১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রূপগঞ্জের এনামুল। এটি এনামুলের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট।

ম্যাচটি ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের দৌড়ে টিকে থাকতে হলে মোহামেডানকে জিততেই হবে। আজকের ম্যাচের আগে ৭ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে ছিল মোহামেডান। প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স সেই তুলনায় এগিয়ে। ৬ ম্যাচ খেলে তাদের জয় ৩টি, ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৬-এ জাকিরদের অবস্থান।



আপনার মূল্যবান মতামত দিন: