odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

রিয়ালকে ধরতে পারবে বার্সা: নেইমার

Admin 1 | প্রকাশিত: ৭ February ২০১৭ ২৩:২৫

Admin 1
প্রকাশিত: ৭ February ২০১৭ ২৩:২৫

২১ ম্যাচে ৪৫ পয়েন্ট লুইস এনরিকের দল বার্সেলোনার। দুই ম্যাচ কম খেলেও বার্সেলোনার চেয়ে ১ পয়েন্ট এগিয়ে শীর্ষে রিয়াল। তবে নেইমার আশা ছাড়ছেন না। গত মৌসুমে শেষ দিকে জমে ওঠা লড়াইয়ের কথা ভেবে হয়ে উঠছেন আরও আশাবাদী।

 

“আমি জানি, এটা একটু কঠিন কিন্তু কোনো কিছুই অসম্ভব নয়। গত বছর দ্বিতীয় স্থানে থাকাদের চেয়ে (এক সময়) ১২ পয়েন্ট এগিয়ে ছিলাম এবং যদি আমি ভুল না করে থাকি, তাহলে সেবার আমরা এক বা দুই পয়েন্টের ব্যবধানে জিতেছিলাম।”

“এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে; যেকোনো কিছুই হতে পারে। … আমরা শিরোপার জন্য তৃষ্ণার্ত এবং আমরা এটা জয়ের জন্য চেষ্টা করবো।”

রেড বুলকে দেওয়া সাক্ষাৎকারে লা লিগাকে বিশ্বের সেরা লিগ বলেও দাবি করেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।



আপনার মূল্যবান মতামত দিন: