
অর্থনৈতিক সঙ্কটে টালমাতাল শ্রীলঙ্কা। তবে এশিয়া কাপ আয়োজনে পিছপা হচ্ছে না দেশটির ক্রিকেট বোর্ড। যত সমস্যাই থাক না কেন শ্রীলঙ্কাকেই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছন দেশটির ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'এ বছরের এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, এটিই চূড়ান্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহায়তা (এসিসি) নিয়ে এশিয়া কাপ আয়োজনের ব্যাপার খুবই ইতিবাচক এসএলসি কর্মকর্তারা। কেউ এটি নিয়ে ভিন্ন কিছু ভাবছে না এবং এটি অন্যত্র সরে যাওয়ার কোনো সুযোগ নেই। '
তিনি আরও বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহায়তা (এসিসি) নিয়ে এশিয়া কাপ আয়োজনের ব্যাপার খুবই ইতিবাচক এসএলসি কর্মকর্তারা। এটি অন্যত্র সড়ে যাওয়ার কোন সুযোগ নেই।’
জানা যায়, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এশিয়া কাপ পিছিয়ে দেয়া হয় এক বছর। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়াতে ২০২১ সালে আবারো এক বছর পিছিয়ে যায় এশিয়া কাপ। তবে ২০২২ সালে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এ বছর এশিয়া কাপ আয়োজন নিয়ে আশাবাদী এসিসি।
আপনার মূল্যবান মতামত দিন: