odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

আহত দুই ক্রিকেটার, হাসপাতালে মিরাজ 

| প্রকাশিত: ২৫ April ২০২২ ০২:০১


প্রকাশিত: ২৫ April ২০২২ ০২:০১


রোববার দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে আছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।

তার আগে আজ ঢাকা লিগ খেলার সময় বড় আঘাত পেলেন শেখ জামালের হয়ে খেলা মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। 

মেহেদী মিরাজকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মুশফিকের অবস্থা ততটা গুরুতর না হওয়ায় প্রাথমিক সেবা দেয়া হয়েছে।

আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে ইনজুরির মিছিল বেড়ে চলেছে বাংলাদেশ দলে। তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম আর এবাদত হোসেনের পর এবার চোটে পড়লেন মুশফিক-মিরাজ। 

আজ (রোববার) বিকেএসপিতে পাওয়া এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের চোট শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশ দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।



আপনার মূল্যবান মতামত দিন: